ভিডিও না করে মোবাইল ছুড়ে মারলেও দুর্ঘটনা প্রতিহত করা যায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম | ছবি: সংগৃহীত
3

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (রোববার, ১০ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা অসহিষ্ণু এবং ধৈর্য্যের অভাব রয়েছে। তবে, ভিডিও না করেও মোবাইল ছুড়ে মারলেই দুর্ঘটনা প্রতিহত করা সম্ভব।’

তিনি আরও জানান, গাজীপুরের ঘটনায় যারা জড়িত তাদের অধিকাংশকে ইতোমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে। সবাইকে ভালোভাবে শাস্তি দিতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। চার্জশিট যত দ্রুত সম্ভব দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর থেকে প্রায় ৭০০টি অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

এসময় তিনি জানান, আসন্ন সংসদ নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে থাকা আনসার সদস্যদের অস্ত্র প্রদান করার পরিকল্পনা করা হচ্ছে।

এনএইচ