আরপিও সংস্কারে নির্বাচন কমিশনের ৯ম কমিশন সভা পুনরায় শুরু

নির্বাচন কমিশন (ইসি)
নির্বাচন কমিশন (ইসি) | ছবি: সংগৃহীত
0

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি হওয়া ৯ম কমিশন সভা আজ (সোমবার, ১১ আগস্ট) পুনরায় শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকালেই নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত দিনব্যাপী আলোচনায় আচরণ বিধিমালা-২০২৫ চূড়ান্ত করা হয়, তবে আরপিও নিয়ে সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। সভায় একজন প্রার্থীর একাধিক আসনে ভোট দেয়ার বিধান থেকে ৩ আসনে থেকে কমিয়ে ২ আসনে করার সুপারিশ থাকছে।

এছাড়া ভোট বাতিল সংক্রান্ত নিয়মাবলী সংশোধন ও নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সশস্ত্র বাহিনী যুক্ত করার বিষয়েও সুপারিশ আসার সম্ভাবনা রয়েছে।

এনএইচ