দাবি মানা না হলে আগামী ১৫ ও ১৬ই সেপ্টেম্বর তারা নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন। এর আগে এ দাবিতে আজ (বুধবার, ১৩ আগস্ট) সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষকরা।
আরও পড়ুন:
তারা এসময় সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিকেল ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা প্রদান এবং সর্বজনীন বদলি চালুসহ বেশ কিছু দাবি জানান। পরে তাদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে শিক্ষকরা এক মাসের আল্টিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।