ডাকসু নির্বাচন: তৃতীয় দিনে মনোনয়ন ফরম নিয়েছেন ৭ জন

অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন
অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন | ছবি: এখন টিভি
1

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৃতীয় দিনে সাতজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) দুপুরে এ তথ্য জানান ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন ও জমা দেন। এদিন একজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

এখন পর্যন্ত ২৬ জন প্রার্থী ডাকসুতে ফরম তুলেছেন। এর মধ্যে ভিপি পদের জন্য ছয়জন, ১০ জন সম্পাদক পদে এবং ১০ জন সদস্য পদে ফরম তুলেছেন। আর এখন পর্যন্ত পাঁচজন প্রার্থী ফরম জমা দিয়েছেন।

আরও পড়ুন:

অতীতের সব ডাকসু নির্বাচনের তুলনায় এবার সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ডাকসু নির্বাচন হবে বলে আশাবাদী প্রার্থীরা।

এসএস