মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: আহত শিক্ষিকা মাহফুজার মৃত্যু

বিমান বিধ্বস্তের পর ক্ষতিগ্রস্ত ভবনের সামনে উদ্ধার তৎপরতা
বিমান বিধ্বস্তের পর ক্ষতিগ্রস্ত ভবনের সামনে উদ্ধার তৎপরতা | ছবি: সংগৃহীত
2

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাহফুজা খাতুন (৪৫) নামের এক শিক্ষিকা মারা গেছেন। শিক্ষিকার শরীরের ২৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে মারা যান তিনি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. শাওন বলেন, ‘দুপুর পৌনে ১টার দিকে শিক্ষিকা মাহফুজা খাতুন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন এবং ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।’

আরও পড়ুন:

এর আগে গত ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ফাইটার এফ-৭) বিধ্বস্ত হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের সবশেষ হিসাব অনুযায়ী, এ দুর্ঘটনায় ২৭ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ৩ জন অভিভাবক এবং ১ জন আয়া মারা গেছেন। মোট প্রাণহানির সংখ্যা ৩৩ জন। আর আজ শিক্ষিকা মাহফুজা মৃত্যুবরণ করেন।

এসএস