তিনি বলেন, ‘এ বছর শেষ মুহূর্তে বাড়ি ভাড়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, আগামী বছর আর তা হবে না।’
বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারের সাথে আলোচনা করে বিমান ভাড়া কমানোর আশ্বাসও দেন তিনি।
এ সময় সচিব নাসরীন জাহান আরও জানান, খুব শিগগিরই অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হবে।এছাড়া হজ ও ওমরা পরিচালনাকারী এজেন্সিগুলোকে দক্ষ মুয়াল্লিম নিয়োগের আহ্বান জানান তিনি।