ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা

ড. মুহাম্মদ ইউনূস, ক্রিস্টালিনা জর্জিয়েভা
ড. মুহাম্মদ ইউনূস, ক্রিস্টালিনা জর্জিয়েভা | ছবি: সংগৃহীত
1

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন জর্জিয়েভা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আলাপকালে তারা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক প্রেক্ষাপট এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে দেশের মূল চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন। জর্জিয়েভা বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনে সরকারের সাহসী সিদ্ধান্তের পর বৈদেশিক মুদ্রার বাজারের স্থিতিশীলতা এবং বৈদেশিক রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসা করেন।

আরও পড়ুন:

ড. ইউনূস বাংলাদেশের ইতিহাসের অন্যতম সংকটময় সময়ে অবিচল সহায়তার জন্য আইএমএফের ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানান। জানান, ফেব্রুয়ারিতে পবিত্র রমজান মাসের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের পরে তার আগের কাজে ফিরে যাবেন বলে জর্জিয়াকে জানান প্রধান উপদেষ্টা।

এসএস