আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) তিনি প্রতিক্রিয়ায় বলেন, ‘১৭ নভেম্বরের রায়ে আদালত তার সুবিবেচনা, প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির বিচারের জন্য যে আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন বলে আশা প্রকাশ করছি।’
আরও পড়ুন:
একইসঙ্গে ‘সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায়’ প্রত্যাশা করছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার বিচার স্বচ্ছ হয়েছে, কে কী প্রশ্ন তুললো গুরুত্বপূর্ণ না, ন্যায়বিচার নিজস্ব গতিতে চলবে। যখন জনতা জেগে থাকে তখন জ্বালাই-পোড়াও, নাশকতা কিংবা ষড়যন্ত্র কিছুই সফল হবে না।’





