রাজধানীতে ভূমিকম্প: তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ কক্ষ খুললো জেলা প্রশাসন

ভূমিকম্প অনুভূত
ভূমিকম্প অনুভূত | ছবি: সংগৃহীত
0

রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। আজ (শুক্রবার, ২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধার কার্যক্রম সমন্বয়ের জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

জেলা প্রশাসক মো. রেজাউল করিমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। পরিস্থিতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন।

দুর্ঘটনা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে যেকোনো তথ্য যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট সবাইকে।

যোগাযোগের জন্য নিয়ন্ত্রণ কক্ষের নম্বর: মোবাইল: ০১৭০০-৭১৬৬৭৮; টেলিফোন: ০২-৪১০৫১০৬৫

এসএস