ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘দুর্নীতি দেশে বেড়েছে অথবা কমেছে সে হিসাব টিআইবি এখনও করেনি। তবে দুর্নীতি অব্যাহত আছে।’
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত ৫৪ বছর ও ১৫ বছরের জঞ্জাল কাটিয়ে উঠে চট করে দুর্নীতিমুক্ত দেশ করা সম্ভব নয়, সময় লাগবে।’
আরও পড়ুন:
নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে টিআইবির এ কর্তা বলেন, ‘রাজনৈতিক দলগুলোর ক্যাপিটাল পেশিশক্তি, অর্থ ও ধর্মের বিষয়ে নির্বাচনি ইশতেহারে পরিষ্কার করা উচিত।’
তিনি উল্লেখ করেন, সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচনে দলগুলোর অবস্থান ইশতেহারে তুলে ধরা উচিত বলেও মনে করেন ড. ইফতেখারুজ্জামান।





