ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ

শাহবাগে আগ্রাসনবিরোধী সমাবেশ
শাহবাগে আগ্রাসনবিরোধী সমাবেশ | ছবি: সংগৃহীত
0

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ঢাকার শাহবাগে আগ্রাসনবিরোধী সমাবেশ চলছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে ছোটো ছোটো মিছিল নিয়ে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হন।

এই বিক্ষোভকারীরা কোনো রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় ব্যবহার করেননি।

এসময় কয়েকটি ইসলামপন্থি দল ও ডাকসু নেতারা শাহবাগকে ‘হাদি চত্বর’ ঘোষণা করেন। তারা দাবি করেন ওসমান হাদি হত্যার বিচারের।

বক্তৃতায় বলেন, তারা স্পষ্ট বার্তা দিতে চান যে আন্দোলনের পর জনতা ঘরে ফিরেছে সেটা ভাবার অবকাশ নেই। তাদের ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। তারা সড়ক ছেড়ে যাবেন না এবং বিচার প্রক্রিয়ার রূপরেখা ঘোষণা না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন।

আরও পড়ুন:

এছাড়াও যে প্রতিশ্রুতি দিয়ে এই সরকার এসেছে, তার কোনো কিছু বাস্তবায়ন করেনি দাবি করে বক্তারা বলেন, জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে- যার প্রথম টার্গেট ওসমান হাদি।

ঢাকার বাইরে গাজীপুরে প্রতিবাদ-বিক্ষোভ করতে দেখা গেছে। জুমার নামাযের পর জড়ো হয় এবং সড়ক অবরোধ করেন তারা। ওসমান হাদি হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সিলেটেও চলছে বিক্ষোভ সমাবেশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে যেকোনো অনাকাঙ্ক্ষিত ব্যবস্থা রোধে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

এদিকে দুপুর তিনটার সময়ও ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলমান ছিল। এসময়ও নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

সেজু