শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) জাতীয় শহিদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি। তিনি দাবি করেন, ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণেই হাদীকে হত্যা করা হয়েছে।
রাকিবুল ইসলাম রাকিব আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল পরিকল্পিতভাবে ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।’
আরও পড়ুন:
তিনি অভিযোগ করেন, হাদীকে গুলি করে হত্যার পর হত্যাকারী ভারতে পালিয়ে যাওয়া যা প্রশাসনের চরম ব্যর্থতার প্রমাণ।
তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই হত্যাকাণ্ড একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এ ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে সমাবেশ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করে জাতীয়তাবাদী ছাত্রদল।’





