ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোট সম্পর্কিত সচেতনতা সৃষ্টি এবং ভোটের গুরুত্ব পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ থেকে দেশের ৬৪ জেলা ও ৩০০ উপজেলার মানুষদের দ্বারস্থ হতে যাত্রা শুরু করেছে এই ১০টি ভোটের গাড়ি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচন ও গণভোটের বিষয়ে মানুষকে তথ্য পৌঁছে দিতে এই গাড়ি দুয়ারে দুয়ারে ঘুরে যাবে। এটি ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।’
তিনি আরও বলেন, ‘ভোটাধিকার কারো দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমে আমরা নির্ধারণ করি, আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব।’
আরও পড়ুন:
প্রধান উপদেষ্টা তরুণ ভোটার, নারী ভোটার ও প্রথমবারের ভোটারদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান। তিনি বলেন, ‘আপনি দেশের মালিক। আগামী পাঁচ বছরের জন্য দেশকে কে চালাবে, তা ঠিক করতে আপনার ভোট গুরুত্বপূর্ণ। চিন্তা-ভাবনা করে সৎ ও সমর্থ প্রার্থীকে ভোট দিন। অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে।’
তিনি উল্লেখ করেন, ‘এবারের নির্বাচনে জনগণ আরও একটি ভোট দেবে। জুলাই সনদে ভোট দেবে। দীর্ঘ ৯ মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে এই সনদ প্রস্তুত হয়েছে। দেশবাসী যদি এটি সমর্থন করেন, গণভোটে অবশ্যই ‘‘হ্যাঁ’’ ভোট দিন।’
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ভোটের গাড়ির যাত্রা শুরু করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।





