বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে করে তিনি দেশে ফিরবেন। ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে আগামীকাল (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
আরও পড়ুন:
এদিকে তারেক রহমানকে সংবর্ধনা দিতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মিত মঞ্চ এখন প্রায় প্রস্তুত। ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এ আয়োজন ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নেতাকে একবার দেখতেই তাদের এ আগমন বলে জানিয়েছেন তারা।
তাদের প্রত্যাশা তারেক রহমান দেশে ফিরে হাল ধরবেন বিএনপির রাজনীতির।





