তারেক রহমানকে বরণ করে নিতে রাতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন ও তূর্ণা নিশিতা ট্রেনে করে রাজধানীতে রওনা দেন নেতাকর্মীরা।বিশেষ ট্রেন ছাড়াও বাস-মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি নিয়ে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। নেতাকর্মীদের আশা, চট্টগ্রাম বিভাগের ১০টি ইউনিট থেকে ৭ থেকে ১০ লাখ লোকের সমাগম ঘটবে ঢাকায়।
আরও পড়ুন:
উৎসবের আমেজ নিয়ে সিলেট থেকেও রাজধানীমুখী হয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী। সিলেট-ঢাকা রুটের সব ট্রেনে রিজার্ভ করা অতিরিক্ত ৪-৫টি করে বগি ছাড়াও সড়কপথে প্রায় ৪শ বাস ও ব্যক্তিগত গাড়ি যোগে সিলেট ছেড়েছেন নেতাকর্মীরা।
নাটোর থেকেও রাতে স্পেশাল ট্রেন যুক্ত চারটি বগিতে ঢাকার উদ্দেশ্য রওনা দেন বিএনপির নেতা কর্মীরা।এসময় স্লোগানে মাতেন তারা। এখন পর্যন্ত ১৩০টি বাস এবং দুই শতাধিক ছোট যানবাহনে নাটোর থেকে অন্তত ২৫ হাজার নেতা কর্মী ঢাকায় পৌঁছেছেন।
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে নেতাকর্মীদের নিয়ে মোট ৩০টি লঞ্চ ও ১০০টি বাস রাজধানীমুখী হয়। এরইমধ্যে দুটি লঞ্চযোগে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হন। আরও দুটি লঞ্চ বরিশাল বন্দর থেকে নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা রয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানকে একনজর দেখতে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্দেশে রাজধানীমুখী উত্তরাঞ্চলসহ আশপাশের ২৩ জেলার মানুষ।





