খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালো চীন দূতাবাস

চীন দূতাবাস
চীন দূতাবাস | ছবি: সংগৃহীত
0

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে চীন। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় এই তথ্য জানায় ঢাকার চীন দূতাবাস।

বার্তায় বলা হয়, গণতন্ত্র ও স্বাধীনতার চ্যাম্পিয়ন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশের জনগণের সাথে শোক প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের জন্য এক বড় ক্ষতি এবং তাঁর সহনশীলতা ও নিষ্ঠা চিরকাল অনুপ্রাণিত করবে।

মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ‘মা, মাটি ও মানুষের নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে বিশিষ্ট একজন নেত্রীর উপস্থিতির অবসান ঘটলো।

এনএইচ