‘জয়শঙ্করের ঢাকা সফর ইতিবাচক; সম্পর্কের টানাপোড়েন কমবে কি না বলবে সময়’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন | ছবি: এখন টিভি
1

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। জানান, সম্পর্কের টানাপোড়েন কমবে কি না তা সময় বলে দেবে।

তৌহিদ হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে ভারত পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধির অংশগ্রহণ ইতিবাচক। মরহুমা বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ইতিবাচক, এতে করে সম্পর্কের টানাপোড়েন কমবে কি না, সময়ই বলবে। বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পজিটিভ ইমেজ আছে। সে জন্যই ভারত পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা তার শেষ বিদায়ে সম্মান জানাতে এসেছিলেন।’

তিনি বলেন, ‘দল মত নির্বিশেষে সব মানুষের মাঝেই খালেদা জিয়ার এক ধরনের গ্রহণযোগ্যতা আছে। এটা দক্ষিণ এশিয়ার সবাই স্বীকার করে। সে কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই অংশ গ্রহণ করবেন, এটাই স্বাভাবিক। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেজন্য এসেছিলেন। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে গেছেন। এটা একটি শিষ্টাচার, এর বেশি উত্তর না খুঁজতে যাওয়াই ভালো।’

আরও পড়ুন:

জয়শঙ্করের সফরের মধ্যে দিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন কমবে কি না— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটার উত্তর আপনাদের ভবিষ্যতে খুঁজতে হবে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে? জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এস জয়শঙ্করের সঙ্গে আমার যে কথাবার্তা হয়েছে, সেখানে রাজনীতি ছিল না। সবার সামনেই আলাপ হয়েছে। সেখানে দ্বিপাক্ষিক কিছু ছিল না।’

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দিল্লির ভারতীয় হাইকমিশনারকে ডেকে আনা হয়নি। অফিসিয়াল কাজের জন্য এসেছেন তিনি।’

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে পরদিন গতকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এসএস