প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি আগে ঢাকায় ছিলেন। কিছুদিন আগে বদলি হয়ে রাঙ্গামাটি এপিবিএনে চলে যান। তবে তার পরিবার মুগদা এলাকার মান্ডার বাসায় থাকত। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন:
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, কামরুলের দুই মেয়ে ও স্ত্রী কয়েক দিন আগে গ্রামের বাড়িতে চলে যান। তবে আইজিপি ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুল টুর্নামেন্টের কারণে ঢাকায় আসেন।
বর্তমানে তিনি ঢাকায় সংযুক্ত ছিলেন। ঘটনার সময় একাই বাসায় ছিলেন। শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।





