প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষা বাতিল, নতুন সময়সূচি কবে?

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর | ছবি: এখন টিভি
1

অনিবার্য কারণবশত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (Directorate of Primary Education - DPE) একটি গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত ‘অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের ওই পরীক্ষাটি বাতিল ঘোষণা করে গতকাল (সোমবার, ৫ জানুয়ারি) একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অধিদপ্তর।

একনজরে বাতিল হওয়া পরীক্ষার তথ্য (Quick Summary)

বিষয়তথ্য (Information)
পদের নামঅফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখ (বাতিল)২৬ নভেম্বর, ২০২৫
ঘোষণার তারিখ৫ জানুয়ারি, ২০২৬
কর্তৃপক্ষপ্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
নতুন তারিখপরবর্তী সময়ে জানানো হবে

আরও পড়ুন:

পরীক্ষা বাতিলের কারণ ও পটভূমি (Reason and Background of Exam Cancellation)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিদপ্তরাধীন অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant-cum-Computer Typist) পদে নিয়োগের লক্ষ্যে যে প্রাথমিক বাছাই পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam) অনুষ্ঠিত হয়েছিল, তা বাতিল করা হয়েছে। গত ২৬ নভেম্বর ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে ঠিক কী কারণে পরীক্ষাটি বাতিল করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি; শুধুমাত্র ‘অনিবার্য কারণ’ (Unavoidable Circumstances) উল্লেখ করা হয়েছে।

নতুন পরীক্ষার তারিখ (New Exam Date Update)

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, বাতিল হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি (Revised Exam Schedule) পরবর্তী সময়ে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হবে। পরীক্ষার্থীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে অধিদপ্তর বলেছে, নতুন তারিখ ও নির্দেশনাবলি যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা (Reason for Primary Office Assistant exam cancellation) বাতিল সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখার জন্য লিংকে ক্লিক করতে পারেন।

আরও পড়ুন:

এসআর