অন্তর্বর্তী সরকার কেবল নির্বাচনে সম্পৃক্ত ৬ প্রস্তাবে জুলাই সনদ করেছে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান | ছবি: এখন টিভি
2

অন্তর্বর্তী সরকার তার মেয়াদের কথা চিন্তা করে কেবল নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ৬টি প্রস্তাব নিয়ে জুলাই সনদ করেছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক বাপা-বেন এর দুই দিনব্যাপী পরিবেশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

এক বছরেই সব সংস্কার সম্ভব হলে নির্বাচনি সরকার পাঁচ বছর কেন নেয়— এমন প্রশ্ন রেখে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘জুলাই সনদে পরিবেশ ইস্যুকে উপেক্ষা করা হয়নি। অন্তবর্তী সরকার তার মেয়াদের কথা চিন্তা করে কেবল নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ৬টি প্রস্তাব নিয়ে জুলাই সনদ করেছে।’

আরও পড়ুন:

সম্মেলনে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের রিপোর্টে পরিবেশ অধিদপ্তরে আলাদা ক্যাডারের মাধ্যমে নিয়োগের সুপারিশ করেছেন।’

সারা দেশ থেকে আসা পরিবেশকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবেশবিষয়ক সংস্কার ও করণীয়’। সম্মেলনে পরিবেশ বিষয়ক নীতি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও তা বাস্তবায়নের উপায় নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ অধিবেশন রাখা হয়েছে।

এসএইচ