যমুনা অভিমুখে জবি শিক্ষার্থীদের লংমার্চে পুলিশের বাধা–টিয়ারশেল নিক্ষেপ

জবি শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড
জবি শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড | ছবি: এখন টিভি
0

পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপে ছত্রভঙ্গ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি। আজ (বুধবার, ১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিল কাকরাইল মসজিদের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। এসময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা শুরু করে।

আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। গুলিস্তান, সচিবালয়, মৎস্য ভবন হয়ে যমুনার সামনে যাওয়ার আগেই পুলিশি বাধায় পড়ে মিছিলটি। বাধা পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের দিকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। তাতেই ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে দাবি আদায়ে কাকরাইল মসজিদের সামনে রাস্তায় অবস্থান নেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, যৌক্তিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা করে পুলিশ।

লংমার্চে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, এই ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।


এনএইচ