উপাচার্য আরও বলেন, ‘ডাকসু একটি বড় আয়োজন। স্বাভাবিকভাবেই এটি নিয়ে আশা এবং আশঙ্কা দুটোই থাকবে। তবে সে জন্য নিরাপত্তা নিশ্চিতে সবার সহযোগিতা প্রয়োজন, প্রশাসনের পক্ষে একা সম্ভব না।’
ছাত্র সংগঠনগুলোর সাথেও আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগও প্রশাসনের আছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহনশীলতা গড়ে উঠেছে। সহাবস্থানের পরিবেশ এখনে ক্যাম্পাসে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি জানান, এটি ২ হাজার ৮৪০ কোটি ৩৯ লাখ টাকায় ৫ বছর মেয়াদি একটি প্রকল্প। যেখানে আবাসিক হলসহ ১০টি উন্নয়ন মূলক কাজ হাতে নেয়া হয়েছে।