এর আগে, মাকে আবেগঘন বিদায় জানান ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দরে প্রবেশের আগে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বিএনপি চেয়ারপারসন। হিথ্রো বিমানবন্দরে প্রবেশের আগে তাই লন্ডন বিএনপির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান বেগম খালেদা জিয়া।
আজ সকাল ১০ টায় ঢাকায় অবতরণ করবে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী কাতার আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্স। তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ শামেলা রহমান ও ডা. জুবাইদা রহমানসহ ১৫ জন।
আরো পড়ুন:
বিমানবন্দর থেকে খিলক্ষেত, আর্মি স্টেডিয়াম, বনানী হয়ে গুলশান-২ এর বাসভবন 'ফিরোজায়' উঠবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এসময় রাস্তায় দুই পাশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেবেন।
আরো পড়ুন:
এ অবস্থায় বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা ঘিরে এসএসসি পরীক্ষার্থীদের যেন কোন অসুবিধা না হয় সেজন্য বিমানবন্দর সড়কে নেতাকর্মীদের না নেমে ফুটপাতে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।