প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এ মঞ্চ তৈরি করা হয়েছে। ৫টি ট্রাক একসঙ্গে করে ওপরে সামিয়ানা টাঙিয়ে এ অস্থায়ী মঞ্চ তৈরি করেছেন শ্রমিকরা। নাগরিক পার্টির এ কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত রাস্তা পুলিশ ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে এনসিপি। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ডাকে রাত ১০টার পর যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। সেখানে তার সঙ্গে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যোগ দেন।
আরো পড়ুন:
অবস্থান কর্মসূচিতে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ প্রভৃতি স্লোগান দেয়া হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে সেখানে জড়ো হন আন্দোলনকারীরা। ছাত্রজনতার সঙ্গে সেখানে যোগ দেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।