সরকার দ্রুত নির্বাচনের ব্যাপারে নিরুত্তর: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিলো। দ্রুত নির্বাচনের ব্যাপারে তারা নিরুত্তর। আজ (রোববার, ১১ মে) সকালে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত শান্তি শোভাযাত্রায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগের পর এই সরকারের ওপর আস্থা হারাচ্ছে জনগণ। অন্তর্বর্তী সরকারের একজন আছেন, তিনি নাকি বিএনপিকে পছন্দ করেন না।

সীমান্ত সমস্যা নিয়ে শেখ হাসিনার সঙ্গে এই সরকারকে তুলনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘ভারত পুশইন করে মানুষ ঢোকাচ্ছে, আর এই সরকার নিশ্চুপ।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলতেন তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। তিনি লোক দেখানো নামাজের কথা বলতেন। উনি শিশুদের রক্ত ঝরিয়েও ক্ষমতায় থাকতে চায়।’






এনএইচ