ছাত্র-জনতা রাজপথে নেমেছিল বলেই হাসিনা পালিয়েছে: সারজিস আলম

গাইবান্ধার পথ সমাবেশে এনসিপির নেতা সারজিস আলম
গাইবান্ধার পথ সমাবেশে এনসিপির নেতা সারজিস আলম | ছবি: এখন টিভি
0

শুধু দুই-একটি রাজনৈতিক দল দিয়ে অভ্যুত্থান সফল হয়নি, ছাত্র-জনতা রাজপথে নেমেছিল বলেই হাসিনা পালিয়েছে। আজ (শুক্রবার, ৩০ মে) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আয়োজিত এক পথ সমাবেশে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

তিনি জানান, ছাত্র-জনতা রাজপথে নেমে আসায় অস্তিত্ব সংকটে পড়েছিলো শেখ হাসিনা। তাই তোষামোদি না করে দেশকে গুরুত্ব দিয়ে কাজ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা।

সারজিস আলম বলেন, ‘একটা দেশ কখনো দু’একটা রাজনৈতিক দল, কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয়। এই অভ্যুত্থানে যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি, সাধারণ ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল বলেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে।’

এসএইচ