সভাপতি রাকিবের বিষয়ে যা জানালো ছাত্রদল

কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে নিয়ে ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে নিয়ে ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তি | ছবি: সংগৃহীত
0

শারীরিক অসুস্থতার কারণে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রামে আছেন। তাই তিনি গত দুদিন যাবত দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছেন না বলে জানিয়েছে বাংলাদশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ (শুক্রবার, ৩০ মে) জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার থেকে তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ। ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থক সকলের কাছে ছাত্রদল সভাপতি শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছাত্রদল সভাপতির শারীরিক অসুস্থতা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের যেকোনো ধরনের গুজব হতে সতর্ক থাকার জন্য কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে তার নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্ট করে বলেন, 'টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি।'

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের ফেসবুক পোস্ট |ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'ছাত্রদলের সভাপতির শারিরীক অসুস্থতার সময়ে নানা ধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রোপাগান্ডা। আপনারা সবাই এ ধরনের গুজব পরিহার করুন।'

সেজু