‘প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত’

নুরুল হক নুর
নুরুল হক নুর | ছবি: সংগৃহীত
0

প্রশাসনের ফিটনেস ও নিরপেক্ষতা প্রমাণে জাতীয় নির্বাচনের আগে সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ (শুক্রবার, ২৭ জুন) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের বিশেষ বর্ধিত সভায় এমন মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘বিগত সরকারের মতো এই সরকারও দিনের ভোট রাতে করে কি না স্থানীয় সরকার নির্বাচন হলে তারও প্রমাণ পাওয়া যাবে।’ 

একটি বিশেষ দল আগামীতে ক্ষমতায় আসছে ভেবে সরকার ও প্রশাসন তাদের দিকে ঝুঁকে পড়েছে মন্তব্য করে নুর বলেন, ‘পদবির আশায় তারা আগেভাগে সেই দলের তোষামোদি শুরু করে দিয়েছে।’

পেশি শক্তি ও কোনো বিশেষ দলের প্রভাব দূর করতে বর্তমান সরকারের ভূমিকা থাকতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘স্থানীয় পর্যায়ে সরকারের সুরক্ষা কার্যক্রমে সকল রাজনৈতিক দলের মতামত নিতে হবে।’ 

এসময়, আগামী নির্বাচনে ৩০০ আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী দেবে বলেও জানান তিনি।

এসএইচ