এসময় বিভিন্ন নেতাদের বক্তব্যে উঠে আসে আগামী নির্বাচন ঘিরে সরকারের নিরপেক্ষতার প্রশ্ন। সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি শক্তি কাজ করছে বলে দাবি করেন বিভিন্ন দলের নেতারা।
সমাবেশ থেকে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামিক দলগুলোর বৃহত্তর মোর্চা তৈরির আভাসও দেন নেতারা। এছাড়াও ভবিষ্যৎ বাংলাদেশে যাতে কোনো নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ ও লুটেরা শ্রেণি রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সে বিষয়ে সবাই ঐক্যবদ্ধ থাকার কথাও জানানো হয়।