‘নির্বাচিত সরকারের সঙ্গে চীন আরো আন্তরিকভাবে কাজ করার জন্য মুখিয়ে আছে’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

নির্বাচিত সরকারের সঙ্গে চীন আরো আন্তরিকতার সাথে কাজ করার জন্য মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ৩০ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে।’

এসব বিষয়ে চীন ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান তারা। তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহের কথা জানান মির্জা ফখরুল। এসময় এক চীন নীতি থেকে বিএনপি কখনো সরেনি বলে উল্লেখ করেন তিনি।

এএইচ