নিরীহ আওয়ামী সমর্থকদের ‘রিকনসিলিয়েশন’ নিয়েও ভাবতে হবে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর | ছবি: সংগৃহীত
0

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আ. লীগের নেতাকর্মীদের মধ্যে যারা অপরাধী, তাদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরীহ আওয়ামী সমর্থকদের ‘রিকনসিলিয়েশন’ নিয়েও ভাবতে হবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিকে দেশের মানুষ ছুড়ে ফেললেও তাদের দেড়-দুই কোটি সমর্থকদের সমাজের মূলধারার সঙ্গে মেশার সুযোগ করে দিতে হবে।’

আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় গণসাংস্কৃতিক পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভায় এসব মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রীয় ক্ষমতায় ভারসাম্য আনতে সংসদের উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের দাবিও জানান নুরুল হক নুর।

তিনি বলেন, ‘একদলীয় শাসন প্রতিহত করতে এবং প্রতিনিধিত্বমূলক সংসদের খাতিরে এই পদ্ধতির প্রয়োগ দরকার।’

ক্ষমতার ভারসাম্য না আসলে দেশে আবারো গণঅভ্যুত্থান হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

সেজু