ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মামুনুল হক। আজ (শুক্রবার, ১১ জুলাই) বাদ জুম'আ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ হুশিয়ারি দেন তিনি।
মামুনুল হক বলেন, ‘গাজাসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে মানবাধিকার কমিশন। বাংলাদেশে এ কমিশন প্রতিষ্ঠা করা হবে দেশের সার্বভৌমত্বের সাথে আপোস করা।’
এ সময় উপস্থিত অন্যান্য বক্তারা অন্তর্বর্তী সরকারকে দেশের সংস্কৃতি, ইসলামী মূল্যবোধের দিকে লক্ষ্য রেখে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল না হলে রাজপথে নামার হুশিয়ারি দেন তারা।