জুলাই আন্দোলনে আলেমদের অবদানের স্বীকৃতির দাবি যুব আলেম সমাজের

জুলাই আন্দোলনে আলেম ওলামাদের অবদান নিয়ে আয়োজিত সেমিনারে
জুলাই আন্দোলনে আলেম ওলামাদের অবদান নিয়ে আয়োজিত সেমিনারে | ছবি: এখন টিভি
0

জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেমদের যে অবদান ছিল, তার যথাযথ স্বীকৃতির দাবি জানিয়েছেন গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যুব আলেম সমাজ। আজ (শুক্রবার, ১১ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে, জুলাই আন্দোলনে আলেম ওলামাদের অবদান নিয়ে আয়োজিত এক সেমিনারে এমন দাবি জানান তারা।

এ সেমিনার আয়োজন করে এনসিপির যুব উইং— জাতীয় যুবশক্তি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

এ সেমিনারে বক্তারা বলেন, সবসময়ই যেকোনো আন্দোলন সংগ্রামে আলেম সমাজ, যুবকরা অগ্রণী ভূমিকা পালন করলেও বরাবরই তারা উপেক্ষিত হন।’ 

এসময়, এনসিপি যেন অন্যান্য রাজনৈতিক দলের মত না হয়ে আলেম ওলামাদের এ আন্দোলনে যে ত্যাগ, তার মূল্যায়ন করে সেই দাবিও জানান তারা।


এসএইচ