‘গণঅভ্যুত্থানের পর পুরোনো দুর্নীতি ও মাফিয়া তন্ত্রে ফিরতে চাই না’

কথা বলছেন আহ্বায়ক নাহিদ ইসলাম
কথা বলছেন আহ্বায়ক নাহিদ ইসলাম | ছবি: এখন টিভি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর পুরোনো দুর্নীতি ও মাফিয়া তন্ত্রে ফিরতে চাই না। তিনি বলেন, ‘এসময় সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনে এনসিপি নতুন ব্যবস্থাপনার বাস্তবায়ন চায়।’ আজ (রোববার, ১৩ জুলাই) দুপুরে পিরোজপুরে পথসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জুলাই পদযাত্রার ১৩তম দিনে দুপুরে পিরোজপুর শহিদ মিনারে পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এর আগে সকাল থেকেই সেখানে ভিড় জমান নেতাকর্মীরা।

এসময় নাহিদ বলেন, ‘কেউ কেউ শুধু নির্বাচন চাচ্ছে, আর এনসিপি চাচ্ছে সংস্কার করে আওয়ামী লীগের বিচারের পর নির্বাচন দিতে।’

আরও পড়ুন:

নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে এনসিপি কাজ করছে বলেও জানান তিনি। তুমুল বৃষ্টির মধ্যে পথসভায় সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা উপস্থিত ছিলেন।

সেজু