সিরাজগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

সিরাজগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ
সিরাজগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ | ছবি: এখন টিভি
1

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদ এবং মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।

আজ (রোববার, ১৩ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার জে সি রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিরাজগঞ্জ বাজার স্টেশন রোডের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।

সেই সঙ্গে বিএনপির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে জানান তারা। এছাড়াও মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিও জানানো হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে জেলা বিএনপি, যুবুদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা অংশগ্রহণ করে।

এএইচ