ঝালকাঠিতে এনসিপির কমিটিতে আওয়ামী নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ

ঝালকাঠি প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে
ঝালকাঠি প্রেসক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে | ছবি: এখন টিভি
3

ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত জেলা ও উপজেলা কমিটিতে আওয়ামী লীগপন্থি নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করে আওমী লীগের রাজনৈতিক পুনর্বাসনের অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ (রবিবার, ১৩ জুলাই) রাতে ঝালকাঠি প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ অভিযোগ তোলেন।

নেতাকর্মীরা বলেন, জুলাই আন্দোলনের সময় যারা রাজপথে ছিলেন না, এখন তারাই এনসিপির নেতৃত্বে জায়গা করে নিচ্ছেন। অথচ আন্দোলনের সময় মাঠে সক্রিয় থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতামত উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্র নেতারা জানান, এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন পর্যন্ত জুলাই আন্দোলনে ঝালকাঠি জেলার নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করতে যাননি। 

এমনকি আজ ঝালকাঠিতে পদযাত্রা শেষে এনসিপির আহ্বায়কের সঙ্গে মাত্র পাঁচ মিনিট কথা বলার সুযোগ চেয়েও তা পাননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 

এসময় জেলা কমিটির আহ্বায়ক কর্তৃক আন্দোলনের নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তোলেন তারা। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই আন্দোলনের মূল দাবি-দাওয়া আজও উপেক্ষিত। দাবি বাস্তবায়নের আগেই যেভাবে বিতর্কিত ব্যক্তিদের নেতৃত্বে বসানো হচ্ছে, তাতে এনসিপির প্রতি মানুষের আস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এনসিপির বিতর্কিত কমিটি বাতিল ও আন্দোলনের প্রকৃত নেতাকর্মীদের আলোচনায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। 

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব রাইয়ান বিন কামাল, যুগ্ম-আহ্বায়ক মাইশা মেহজাবীন ও সহ-মুখপাত্র অনামিকা দত্ত বৃষ্টি। 

এ সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। 

এসএইচ