মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে ষড়যন্ত্রকারীদের শাস্তি চাইলেন জয়নুল আবদিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক | ছবি: সংগৃহীত
0

মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যার মাধ্যমে যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

আজ (সোমবার, ১৪ জুলাই) সকালে রাজধানীর প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা জানান। চলমান নৈরাজ্যের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবেও জানান তিনি।

এসময় তিনি তারেক রহমানের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেয়ায় চরমোনাইকে উদ্দেশ্য করে বলেন, ‘রাজনীতিতে যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, তারা আজ বিদেশি শক্তি বলে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘যারা এতদিন আওয়ামী লীগের নির্বাচন সঙ্গী ছিল, তারা আজ জামায়াতের ঘাড়ে ভর করে রাজনীতি করছে।’

সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘বিএনপি লড়াই-সংগ্রামের মাধ্যমে টিকে আছে। এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ পার পাবে না।’

এনএইচ