গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে: জামায়াত সেক্রেটারি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার | ছবি: সংগৃহীত
0

গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী যে কোনো ফ্যাসিবাদকে রুখে দেবে।’ আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে যারা অংশ নিয়েছেন, তাদের ওপর কোনো ধরনের হামলা হলে জামায়াতে ইসলামী রাজপথে থেকে তার জবাব দেবে।’

এসময় সংস্কার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না, আবারও ফ্যাসিবাদ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনের পূর্বে সংস্কার শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সম্মেলনে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৭ দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে দলটির প্রস্তুতির কথা তুলে ধরেন তিনি।

সমাবেশ থেকে নির্বাচনকে সকলের জন্য সমান সুযোগ পূর্ণ করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ২০১৩ সালের গণহত্যার বিচার দৃশ্যমান করা, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী মৌলিক রাজনৈতিক সংস্কার সম্পন্ন করা, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জোরালোভাবে তোলা হবে বলে জানান গোলাম পরওয়ার।

এসময় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে তিনি জানান, আসন্ন জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ৩৩টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা, ২০টি পয়েন্টে ৬ হাজার সেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়াও ১৫টি মেডিকেল বুথ থাকবে। প্রতি বুথে দুজন করে চিকিৎসক থাকবেন৷ এসময় সমাবেশের কারণে কিছুটা দূর্ভোগ হতে পারে, নগরবাসীর কাছে এজন্য অগ্রিম ক্ষমা চেয়ে নেন দলটির সেক্রেটারি জেনারেল।

ইএ