সেনাবাহিনী নিয়ে দ্বৈত ভূমিকা নিচ্ছে এনসিপি: এবি পার্টির মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু | ছবি: এখন টিভি
0

সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে, আবার বিপদে পড়ে সেনাবাহিনীর এপিসিতেই আশ্রয় নিচ্ছে এনসিপি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ (শুক্রবার, ১৮ জুলাই) সকালে গণঅভ্যুত্থানের শহিদদের সম্মানে কফিনবাহী প্রতীকী রোড মার্চ ও পথসভায় এমন মন্তব্য করেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘কোনো মতাদর্শকে নির্মূল করার জন্য এ অভ্যুত্থান হয়নি, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের উদ্দেশ্যকে প্রধান না মনে করে রাজনৈতিক দলগুলো ক্ষমতার দ্বন্দ্বে জড়াচ্ছে।’

গোপালগঞ্জে যারা মারা গেছেন সে দায় সরকারকে নিতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে বিপদে পড়ে সেনাবাহিনীর এপিসিতেই আশ্রয় নিচ্ছে এনসিপি। তাই রাজনীতিবিদদের দায়িত্বশীলতার সাথে রাজনীতি করতে হবে।’

এছাড়া সোহেল তাজের সঙ্গে সরকারের বৈঠকের উচ্ছ্বাস হলো পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি মন্তব্য করে এবি পার্টির সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বাংলাদেশে আর আওয়ামী লীগের পুনর্বাসন হবে না।’

এসএইচ