মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র ও গড়ার ওপর জোড় দিতে হবে।’
যুব জমায়েতে তিনি জানান, একটি রাজনৈতিক দলের হুমকি ধামকি আমরা পরোয়া করি না। চাঁদাবাজরা জ্ঞানহীন উল্লেখ করে তিনি বলেন, ‘একটি দল একচেটিয়া চাঁদাবাজি করে ভিক্ষুক দলে পরিণত হয়েছে।’ বক্তব্যের শেষ অংশে জানান, কেন জানি দেশে রাজনৈতিক সহাবস্থান বিরাজ করছে না।