সুষ্ঠু নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে: মুফতি সৈয়দ রেজাউল

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম | ছবি: সংগৃহীত
0

দেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে, তা না হলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ (শুক্রবার, ২৫ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জমায়েতে তিনি এ মন্তব্য করেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র ও গড়ার ওপর জোড় দিতে হবে।’

যুব জমায়েতে তিনি জানান, একটি রাজনৈতিক দলের হুমকি ধামকি আমরা পরোয়া করি না। চাঁদাবাজরা জ্ঞানহীন উল্লেখ করে তিনি বলেন, ‘একটি দল একচেটিয়া চাঁদাবাজি করে ভিক্ষুক দলে পরিণত হয়েছে।’ বক্তব্যের শেষ অংশে জানান, কেন জানি দেশে রাজনৈতিক সহাবস্থান বিরাজ করছে না।

এএইচ