‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিবে জনগণ’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন | ছবি: এখন টিভি
0

নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিবে জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ (শুক্রবার, ২৫ জুলাই) বিকেলে তুরাগের নিশাতনগর এলাকায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত সাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন তিনি।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিবে জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ (শুক্রবার, ২৫ জুলাই) বিকেলে তুরাগের নিশাতনগর এলাকায় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত সাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দিবে।’

এসময় নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপার্সনের নির্দেশেই দলের সর্বস্তরের নেতাকর্মীরা এ ঘটনায় বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ঘটনার পর থেকেই সবকিছু দেখভাল করছেন।’

এসময় তিনি জানান, এ ধরনের ঘটনা এড়াতে সঠিক আইনের শাসন থাকা জরুরি। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়ে গুরুত্ব দেয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এসএইচ