সংস্কারের কথা বিএনপি সবার আগে বলেছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আজ (রোববার, ২৭ জুলাই) সকালে মহাখালী ব্র্যাক সেন্টারে ‘ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট—পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা, ২য় পদ্মা সেতুর আবশ্যিকতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন তিনি।
সেমিনারে ফখরুল জানান, খালেদা জিয়া দ্বিতীয় পদ্মা সেতুর কথা আগেই বলেছেন। এ ব্যাপারে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। দেশের মানুষ উন্নতি ও গণতান্ত্রিক ব্যবস্থা চায়, সে জন্যই।
৮ কোটি মানুষের জন্য বাংলাদেশে পদ্মা ব্যারেজ ও সেতুর প্রয়োজনীয়তা অনেক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে পদ্মা ব্যারেজ বাস্তবায়নে। তবে জাতীয় ঐক্য সামনে রেখে এ কাজ করতে হবে।’