এর আগে, ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড় এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে নরসিংদী সরকারি কলেজ এলাকাসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্ত্বরের সভাস্থলে এসে শেষ হয়।
এ সমাবেশে দেয়া বক্তৃতায় নাহিদ ইসলাম বলেন, ‘রংপুর থেকে শুরু হওয়া পদযাত্রা মাসব্যপী সারাদেশ ঘুরে আজ বিপ্লবের নগরী নরসিংদীতে উপস্থিত হয়েছে। গত এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। নবম সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেয়া হয়নি, আমাদের জুলাই ঘোষণাপত্র দেয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই। আমরা সব দাবি আদায় করে ছাড়বো। '২৪ এর অভ্যুত্থানে নরসিংদীবাসীর অবদান ছিল বৃহৎ। নরসিংদীর শহিদ তাহমিদসহ সব শহিদদের আজ আমরা স্মরণ করছি। আগামী ৩ আগস্ট ঢাকার শহিদ মিনারে নরসিংদীবাসী আসলেই আমরা আমাদের দাবি অনেকটা আদায় করতে পারবো।’
নরসিংদীর স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ ছাড়াও এ সমাবেশে উপস্থিত ছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারাসহ আরও অনেকে।