রাষ্ট্র পরিচালনা আর এনজিও পরিচালনা এক কথা নয়: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় | ছবি: সংগৃহীত
0

রাষ্ট্র পরিচালনা আর এনজিও পরিচালনা এক কথা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ (বৃহস্পতিবার, ৩১ জুলাই) বিকেলে চট্টগ্রামে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মার্চ ফর জাস্টিস কর্মসূচি উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতার যথেষ্ট ঘাটতি রয়েছে। এনজিও পরিচালনা আর রাষ্ট্র পরিচালনা এক কথা না।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একটি বৈষম্যবিরোধী আন্দোলনের পরে আরেকটি বৈষম্য সৃষ্টির পাঁয়তারা চলছে।’ নতুন ফ্যাসিবাদ জন্ম নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের সমন্বয়হীনতার কারণে নির্দিষ্ট সময়ে নির্বাচন সম্পন্ন হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন বিএনপির এ নেতা। আলোচনা সভায় বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এএইচ