ফ্যাসিবাদ যাতে আবার সৃষ্টি না হয় সেভাবে রাষ্ট্র পরিচালনার আহ্বান সালাহউদ্দিনের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
0

কোনোভাবে যাতে আবার ফ্যাসিবাদ সৃষ্টি না হয় সেভাবে রাষ্ট্র পরিচালনা করার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (রোববার, ১০ আগস্ট) গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব বলেন তিনি।

তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের সঙ্গে যুক্ত রাজনীতিবিদ ও জনগণের মানসিক সংস্কার জরুরি। মানসিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে মানবিক রাষ্ট্র তৈরি হবে না।’

বিগত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তারাও জাতীয় বীর উল্লেখ করে তিনি বলেন, ‘এখনও জুলাই শহীদদের তালিকা সম্পূর্ণ না পাওয়া দুর্ভাগ্যের।’ শেষে গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দেয়া হয়।

এএইচ