তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের সঙ্গে যুক্ত রাজনীতিবিদ ও জনগণের মানসিক সংস্কার জরুরি। মানসিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে মানবিক রাষ্ট্র তৈরি হবে না।’
বিগত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তারাও জাতীয় বীর উল্লেখ করে তিনি বলেন, ‘এখনও জুলাই শহীদদের তালিকা সম্পূর্ণ না পাওয়া দুর্ভাগ্যের।’ শেষে গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দেয়া হয়।