এশিয়ান কাপের মূলপর্বে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল

কোরিয়ার জালে বাংলাদেশের গোল দেয়ার মুহূর্ত
কোরিয়ার জালে বাংলাদেশের গোল দেয়ার মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

জাতীয় দলের পর প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলও কোয়ালিফাই করলো এশিয়ান কাপের মূলপর্বে। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারলেও গোল ব্যবধানে শর্ত পূরণ করেই টুর্নামেন্টটির টিকিট কেটেছে আফঈদা-সাগরিকারা। যেখানে বড় ভূমিকা রেখেছে পূর্ব তিমুরের বিপক্ষে বাংলাদেশের ৮-০ গোলের বড় জয়।

এশিয়ান কাপের বাছাইয়ে ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি.কিন্তু বড় ব্যবধানে হেরে বসায় মূলপর্ব নিশ্চিতে অন্য ম্যাচের ওপর নির্ভর করতে হলো আফঈদাদের। দক্ষিণ কোরিয়ার সাথে ৬-১ গোলের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দল। ভাগ্য ভালো ছিল আগের দুই ম্যাচে ১০ গোলে এগিয়ে ছিল জুনিয়ররা।

আগেই +৫ গোল নিয়ে গ্রুপ রানার আপদের মধ্যে তিন নম্বরে ছিল বাংলাদেশের মেয়েরা। শর্ত অনুযায়ী কোয়ালিফাই করতে এতুটুকুই ছিল যথেষ্ট। তবে ম্যাচ বাকি থাকায় হিসেব-নিকেষের মারপ্যাচ থেকে যায়। আর করতে হয় অপেক্ষা।

আরও পড়ুন:

অপেক্ষার পালা শেষ হয় লেবানন আর চীনের ম্যাচের পর। ৮-০ গোলের বড় ব্যবধানে চীনের কাছে হারে লেবানন। আর তাতেই সমীকরণটিও সহজ হয়ে যায় বাংলাদেশের।

প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। এরপর ৮-০ গোলের বড় ব্যবধানে পূর্ব তিমুরকে। শেষ ম্যাচে হোচট খেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ালিফাই করল বাঘিনীরা। আর তাতেই প্রথম বারের মতো অনূর্ধ্ব ২০ নারী ফুটবল দল টিকিট কাটলো এশিয়ান কাপের বয়সভিত্তিক এ টুর্নামেন্টে।

আগেই জাতীয় দলের মেয়েরা এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। সিনিয়রদের পথ অনুসরণ করে জুনিয়ররাও প্রথমবারের মতো এই ইতিহাস গড়লো। বাংলাদেশের ফুটবল প্রেমীরা পেল দ্বিগুণ আনন্দের উপলক্ষ।

ক'দিন আগেই নারী জাতীয় দল পেয়েছে ফিফা থেকে বড় সুখবর। একলাফে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ফুটবলে মেয়েরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এসব সফলতা যেন তারই প্রতিফলন।

এএইচ