নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে: গয়েশ্বর চন্দ্র রায়

গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায় | ছবি: এখন টিভি
0

নির্বাচন হবে কি না তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানান, বিএনপির নেতৃত্বেই আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।

আজ (শুক্রবার, ১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ও তার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা।

তারা জানান, কারো পাতা ফাঁদে পা দেবে না বিএনপি। কেউ যেন ষড়যন্ত্র করে সফল হতে না পারে সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার কথাও বলেন তারা।

আর নির্জন কারাগারে ভুল চিকিৎসা দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিলো দাবি করে কারাগারে বেগম খালেদা জিয়ার ওপর যারা নির্যাতন চালাতো তাদের বিচারের আওতায় নিয়ে আসারও দাবি জানায় বিএনপি নেতারা।

এসএস