নির্বাচনের আগে সংকট দেখা দিলে স্বাভাবিকভাবেই আরেকটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা হতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আজ (শুক্রবার, ১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভিপি নুরুল হক নূর বলেন, ‘ড. ইউনূসকে বলতে চাই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন, প্রশাসনকে ঢেলে সাজান৷ অন্যথায় আপনারা নির্বাচন করে বিদায় নিতে পারবেন না। কারণ এই সরকারের বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং সীমাহীন অনিয়মের অভিযোগ রয়েছে। এ অবস্থা চলতে থাকলে নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারের দাবি জোরালো হবে এবং আমাদের অবস্থান হয়তো সেদিকেই থাকবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘গত এক বছরে কোনো সিন্ডিকেট ভাঙেনি, কোনো চাঁদাবাজির পরিবর্তন হয়নি। শুধু ব্যক্তি এবং হাত বদল হয়েছে। এই সরকারের দ্বারা এটি আমরা প্রত্যাশা করিনি। আমাদের প্রত্যাশা ছিল এই সরকার সবার জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে চলবে।’
নূর আরও বলেন, ‘যেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা বুকের তাজা রক্ত দিয়ে, জীবন দিয়ে লড়াই করে নতুন এ বাংলাদেশ জাতিকে উপহার দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত ফ্যাসিবাদের বিচারের ক্ষেত্রে অগ্রগতি করতে পারেনি। ফ্যাসিবাদকে নিষিদ্ধ করলেও ফ্যাসিবাদের দোসরদের আস্ফালন এখনও দেখা যায়।’
জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নূর বলেন, ‘গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরীকরা। তাদেরই একটি শরীক দল জাতীয় পার্টি। আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু জাতীয় পার্টির আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। তাই পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই অনতিবিলম্বে জাতীয় পার্টির কার্যক্রমেও নিষেধাজ্ঞা দিতে হবে।’
জেলা গণঅধিকার পরিষদের আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।