আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির আরেক জ্যেষ্ঠ নেতা মঈন খান। তিনি বলেন, ‘দলকে এগিয়ে নিতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা মানতে হবে।’
নেতাকর্মীদের অনৈতিক কাজ না করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ অন্যায্য কাজ করলে তাকে বাধা দিতে হবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির প্রয়াত মহাসচিব সালাম তালুকদারের পরিবারের সদস্যরাও।