আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) বেলা ১২টায় ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে ফুলবাড়িয়া, ভালুকা, ত্রিশাল, গফরগাও, পাগলা থানাসহ বিভিন্ন উপজেলা থেকে পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর টাউনহল মাঠে এসে হাজির হন।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগ দেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রুকনুজ্জামান সরকার রুকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আমিন খসরু, সদস্য সচিব সোহেল খানসহ জেলা বিএনপির সিনিয়র নেতাকর্মীরা।
আরও পড়ুন:
নেতাকর্মীরা জানান, দেশ ও জনগণের সেবায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠা করা হলেও দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো গনতান্ত্রিক আন্দোলনে সবসময় সোচ্চার ও আন্দোলনমুখী থেকেছে দলটি।
আগামীর বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমুল নেতাকর্মীরা কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
এরপর বেলুন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধনের মধ্য দিয়ে ফেস্টুন-প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।